কাজী মোস্তফা রুমি,বিশেষ প্রতিনিধিঃ
তৃতীয় ধাপে নাগরপুর উপজেলা পরিষদ ২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হলো ২৯ শে মে রোজ বুধবার।এরই ধারাবাহিকতায় উক্ত নির্বাচনে নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে নয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।উক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্য হতে চেয়ারম্যান পদে ব্যারিস্টার সালমান শামস জিৎ আনারস প্রতীকে ৩৫ হাজার ৭৪৭, ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফারুক হোসেন তালা প্রতীকে ১০ হাজার ৮৩৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জরিনা বেগম প্রজাপতি মার্কায় ১৭ হাজার ৩২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।নাগরপুর উপজেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার সালমান শামস জিৎ, ভাইস চেয়ারম্যান মো: ফারুক হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান জরিনা বেগমকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ টাঙ্গাইলের আওয়ামী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের জনপ্রিয় নেতা, রাজপথের লড়াকু সৈনিক, নাগরপুরের সাড়ে তিন লক্ষ মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী সেতু বাস্তবায়ন আন্দোলনের একমাত্র রূপকার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি জননেতা তারেক শামস খান হিমু।এ বিষয়ে জননেতা তারেক শামস খান হিমু এক তাৎক্ষণিক অভিনন্দন বার্তায় বলেন- নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতায় অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনের মাধ্যমে নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে আগামী পাঁচ বছরের জন্য প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন।
আমি নবনির্বাচিত নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে আমার পক্ষ হতে এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের পক্ষ হতে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এছাড়াও যে সকল ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন সেই সকল ভোটারদেরকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।আগামী দিনে সকলকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নাগরপুর উপজেলা পরিষদের এই নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার উদাত্ত আহবান জানাই।
Leave a Reply