কাজী মোস্তফা রুমি,বিশেষ প্রতিনিধিঃ
তৃতীয় ধাপে দেলদুয়ার উপজেলা পরিষদ ২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হলো ২৯ শে মে রোজ বুধবার।এরই ধারাবাহিকতায় উক্ত নির্বাচনে দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাত জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন।উক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্য হতে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ কাপ পিরিচ প্রতীকে ২৯ হাজার ২৯৭, ভাইস চেয়ারম্যান পদে মশিউর রহমান হৃদয় তালা প্রতীকে ২১ হাজার ৮৮১ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাহিদা সুলতানা পলি পদ্মফুল মার্কায় ৩১ হাজার ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।দেলদুয়ার উপজেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান হৃদয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদা সুলতানা পলিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ টাঙ্গাইলের আওয়ামী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের জনপ্রিয় নেতা, রাজপথের লড়াকু সৈনিক, নাগরপুরের সাড়ে তিন লক্ষ মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী সেতু বাস্তবায়ন আন্দোলনের একমাত্র রূপকার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি জননেতা তারেক শামস খান হিমু।এ বিষয়ে জননেতা তারেক শামস খান হিমু এক অভিনন্দন বার্তায় বলেন- নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতায় অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনের মাধ্যমে দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে আগামী পাঁচ বছরের জন্য প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন।
আমি নবনির্বাচিত দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কে আমার পক্ষ হতে এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগেরর পক্ষ হতে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এছাড়াও যে সকল ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন সেই সকল ভোটারদেরকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।আগামী দিনে সকলকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেলদুয়ার উপজেলা পরিষদের এই নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার উদাত্ত আহবান জানাই।
Leave a Reply