1. info@dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত : দৈনিক আশার দিগন্ত
  2. info@www.dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত :
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
খাসরাজবাড়িতে বলেন বিএনপি জনগণের দল– সেলিম রেজা কসবার সাবেক আইনমন্ত্রীর কথিত দ্বিতীয় মন্ত্রী ইদ্রিস কুমিল্লায় গ্রেফতার লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শারদীয় দুর্গোৎসব পালনে কেউবাধা দিতে আসলে তাকে উচিৎ শিক্ষা দেয়া হবে–রেজাউল করিম বাদশা বগুড়ার শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও বিএনপি নেতার কুশপুত্তলিকা দাহ শিক্ষার্থীদের দাবীর মুখে বরখাস্ত হলেন লম্পট শিক্ষক ধুনটে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ফাহিম আহমেদ পলাশের কবর জিয়ারত লালমনিরহাটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত নড়াইলে বর্ষাকালীন হাইব্রিড তরমুজ চাষে বাম্পার ফলন

ক্ষেতলাল উপজেলা নির্বাচনে ২১ দিন পর ভোটকেন্দ্র থেকে দুই হাজারের অধিক ব্যালট উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৬ বার পড়া হয়েছে

রুবেল,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনের ২১ দিন পর একটি নির্বাচনী কেন্দ্রের ষ্টোররুম ও অফিসের আলমারি থেকে ২ হাজারের অধিক ব্যালট পাওয়া গেছে।জানাগেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে গত ৮ মে ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ২১ দিন পর ২৯ মে উপজেলার আলমপুর ইউনিয়নের পাঁচ নং কেন্দ্র আকলাস শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ষ্টোররুম ও অফিসের আলমারি থেকে ২ হাজারের অধিক ব্যবহৃত এবং অব্যবহৃত কয়েকশত ব্যালট পেপার উদ্ধার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তৎক্ষনাৎ ওই বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তারকে বিষয়টি জানালে তিনি ওই বিদ্যালয়ের একজন শিক্ষকের হাতে মালামাল গুলি নির্বাচন অফিসে পাঠাতে বলেন।পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরানকেও অবগত করেন। বৃহস্পতিবার(৩০মে) ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক তানভির আহমেদ সাকিব গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হাসানের কাছ থেকে ওই ব্যালট পেপার গুলি কৌশলে নিয়ে যান।নির্বাচনের ২১দিন পর কেন্দ্র থেকে ব্যালট পেপার উদ্ধারের খবরে এলাকায় গুঞ্জন শুরু হয়। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ বিষয়ে ওই ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুজ্জাম তালুকদার নাদিম সাংবাদিকদের বলেন, নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যালট পেপার, সেটা কিভাবে এতদিন পর একটি কেন্দ্র থেকে উদ্ধার হয়। ঘটনাটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং অফিসার ভুল করে কিছু মালামাল ছেড়ে এসেছিল তা পরে নিয়ে এসেছে।প্রিজাটিং অফিসার তানভির আহম্মেদ সাকিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হাসান এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।ক্ষেতলাল উপজেলা নিবার্হী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরানক বলেন, বিষয়টি আমি জেনেছি, উপজেলা নির্বাচন অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছি।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
𝐂𝐫𝐚𝐟𝐭𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐲: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓