কলমে – মিনতি গোস্বামী।
কাঁকুড়গাছির থ্রি -এ বাসস্ট্যান্ডের ফুটপাত জুড়ে এখন প্রচুর খাবারের দোকান কিন্তু জলের ব্যবস্থা নেই। দু ‘ শো মিটার দূরে পৌরসভার কলই ভরসা।
দোকানদাররা ওই কল থেকেই জল আনায় লোক দিয়ে। আমি থমকে গেলাম জল আনার ঘটনা দেখে। একটি বছর বারের ছেলে দারুন কায়দায় জল তুলছে। কাঠের টুকরো জোড়া দিয়ে চৌকো করে তাতে লোহার চাকা লাগিয়ে দিয়েছে। দুটো কুড়ি লিটারের ড্রাম চাপিয়ে লোহার শিকল দিয়ে টানছে।
” তোর নাম কি? ”
‘ রিকি ‘
” বাড়ি?”
‘ বিহার।’
” দুটো ড্রামে কত পাবি?”
‘ চল্লিশ টাকা। এক লিটারে এক টাকা।’
” গাড়ি কে বানিয়ে দিয়েছে? ”
‘ বাবা।’
” মা”
‘ ওরা বিহারে।’
ভাবলাম, এই গাড়িতে করে আমরা শৈশবে খেলেছি, আর ও খেলার ছলে জীবিকা অর্জন করছে।
Leave a Reply