মাসুম হোসেন অন্তু,শাহজাদপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে খড়ের পালায় আগুন লেগে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে পোরশহরের পুকুরপাড় গ্রামে শান্তিপুর এলাকায় গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
জানা যায় একটি কাক বিদ্যুতের মেইন তারের উপরে বসে ছিলো সেখান থেকে কাকটি বিদ্যুতে জড়িয়ে গেলে এক পর্যায়ে খরের পালার উপরে পড়ে যায়। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সমস্ত খরের পালায়। এলাকাবাসী দেখতে পেয়ে আগুন নেভাতে এগিয়ে আসে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মী উপস্থিত হয়ে আগুন নিয়ন্তনে নিয়ে আসেন।ভুক্তভোগী রেজ্জাক মাষ্টার বলেন, আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এমন ক্ষতিগ্রস্ত হওয়ায় আমি হতাস হয়ে পরেছি।
Leave a Reply