কলমে- সর্বানী দাস
দুঃখী জনের কান্না তুমি ওগো দুখু মিঞা,
দ্রোহের আগুন জ্বালাও প্রাণে ওহে প্রেমিক হিয়া।
সাম্যের ডোরে বাঁধো সবে হামদ নাথ শ্যামাসঙ্গীতে,
বিপ্লবী বীর বিদ্রোহ জাগাও চেতনাহীন শীতল শনিতে।
কফিনে তোমার বুলবুল শুয়ে কলমে রক্তধারা,
মায়ার আঁখিতে বেদনার গীতি নেত্রনীরে বারিষ ধারা।
প্রেমের বাগে ফুটন্ত গোলাপ প্রেমাগুন তব বক্ষে,
শত রূপে তুমি উদভাষিত দেখি মুগ্ধ চক্ষে।
তোমার গানে অগ্নিবানে শত্রুরা পায় ভয়,
হুঙ্কারে তব স্তব্ধ শাসক তুমি দুর্দম দুর্জয়।
মরণ ভয়ে কাটিয়ে দিলে অমিয় বাণী সুধায়,
মুখে তাকবির হাতে নিশান ডাকলে নবীন আয়।
মরবি তোরা ভয়ে ত্রাসে থাকবি রুদ্ধ ঘরে,
জীবন যদি সত্য তবে মিথ্যা মিছে নয় ওরে।
ভেঙে ফেল ওই বন্ধকারা সত্যের পথযাত্রী তোরা,
ছিঁড়বো শিকল পরাধীনতার আয়রে তরুণ আয়রে ত্বরা।
Leave a Reply