মুজিবুর রহমান কালীগঞ্জ প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে দূর্নীতি প্রতিরোধে করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিকালে নায়েবুর রহমান মাসুদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুপুর সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশন বিভাগীয় কমিশন মোরশেদ আলম। সম্মানিত অতিথি ছিলেন মাহমুদ হাসান,সভাপতি জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি,গাজীপুর।দুর্নীতি বিষয়ক মতবিনিময় সভায় বিভিন্ন বক্তব্য শেষে অনুষ্ঠানের সভাপতি বলেন, অনিয়মের বিরুদ্ধে অভিযান করতে যাওয়ায় মোবাইল ফোনে হুমকি প্রদানের অভিযোগ করেন।জানা যায়, সম্প্রতি ড্যপভুক্ত এলাকায় মাটিকাটা ও বালিভরাটের একের পর এক অভিযান চালিয়ে উপজেলা নিয়ন্ত্রণের আওতায় আনতে গিয়ে হুমকির স্বীকার হয়েছেন তিনি।তিনি জানান গোপন সংবাদের জানতে পেরে নির্বাহী ম্যজিষ্ট্রেট ও ইউএনও ইমাম রাজী টুলু নলছটা এলাকায় অভিযান পরিচালিত করে দেখতে পান ড্যাবভুক্ত নিষিদ্ধ এলাকা বিলের কৃষি জমিতে বালি ভরাট চলছে।এ সময় সংগীয় আইন শৃংখলা বাহিনী সদস্যদের দেখে সবাই পালানোর সময় একটি ড্রামট্রাক ও একটি কাটারপিলার আটক করে উপজেলায় নিয়ে যান।
ওই দিন বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ফোন করে বিভিন্ন হুমকি প্রদান করেন। এমনকি ইউএন ও’র বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লিখিত অভিযোগ দায়ের করা হবে।স্থানীয়দের অভিযোগ নিয়ম বিধি মেনেই অভিযান পরিচালিত করা হয়েছে। হুমকি দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উধর্তন কতৃর্পক্খে দৃষ্টি আকর্ষণ করছেন।
Leave a Reply