কলমে- সঞ্চিতা সিকদার
চুরুলিয়া গ্রামে জন্ম তোমার,
নাম হলো নজরুল,
বিদ্রোহী কবি নামেই চিনি,
তুমি দুই বাঙলার ফুল৷
জীবনের শুরুতেই তুমি যোগ দিয়েছিলে
সেনাবাহিনীতে,
বিদ্রোহী সত্তা প্রতিভাত করে
গিয়েছিলে কারাগারেতে৷
গদ্য পদ্য সকল ক্ষেত্রে তোমার
অবাধ বিচরণ,
শিশুতোষ ছড়া “খুকি ও কাঠবেড়ালি”
অনবদ্য সৃষ্টির নিদর্শন৷
তোমার গানে মুগ্ধ আমরা গাহি
সাম্যের গান,
নজরুল গীতিতে বেঁচে রয়েছো তুমি
ভরে ওঠে মন প্রাণ৷
তোমার জীবন অবসান হয়েছে
শুধু কালের নিয়মে,
ওগো দুখুমিয়া, তুমি রয়েছো
সবার অন্তরে৷
Leave a Reply