শেরপুর সংবাদদাতাঃ
শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী শিশু ধর্ষনের অভিযোগে ফাহিম (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ফাহিম উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর ছেলে। ঘটনাটি ঘটে ২৮ মে মঙ্গলবার দুপুরে গান্দিগাঁও পাহাড়ি এলাকায়। পুলিশ ও ভিকটিমদের পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ফাহিম গান্দিগাঁও ব্র্যাক ইস্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ও একইগ্রামের দিনমজুর কন্যাকে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
পরে শিশুর ডাক চিৎকারে স্থানীয় লোকজন শিশুকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ফাহিমকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন,এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply