ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকএীকরণ জেলা পর্যায়ে ব্র্যাকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের আইসিটি ল্যাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্ট্রিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান, চাঁপাই নবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার আমিনুল ইসলাম, জেলা অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তারা, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ-ফেরত অভিবাসীরা। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন রেজাউল করিম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার হোসেন খান।শেষে জেলা পর্যায়ে ব্র্যাকের অবহিতকরণ সভায় বিদেশ ফেরত তিনজনের মাঝে চেক বিতরণ করা হয়।
Leave a Reply