কলমে – কিঙ্কর বেজ।
পৃথিবীটা ভাসছে বৃষ্টি ধারায় অবিরাম
ঝাঁকড়া চুলে জাকির হোসেন তবলা বাজায়
সুরেলা সন্ধ্যায় —
পাশে খোলা গীতবিতান মনমরা অভিধান
খুঁজতে থাকি শব্দের বিন্যাস
পিছু ছাড়ছে না কবিতা —
ভিজতে ইচ্ছে করে যদি তুমি পাশে থাকো
নিউটাউনের রাস্তায়
একদম পাশে —
মোবাইল ফোনে ব্যালেন্স শেষ
আঁকি বুকি ছবি নেই
খেলনা ফোন —
এই সময় রুবি রায়কে মনে পড়ছে
আর ডি বর্মন এর সুরে
তুমি চলে এলে হঠাৎ —
গা ঘেঁষে দাঁড়িয়ে পলকহীন
হাঁটতে হাঁটতে গড়িয়াহাটার মোড়ে পানিপুরি খেতে চাইলে —
অগত্যা কি করি এসো তবে।
Leave a Reply