কাজী মোস্তফা রুমি,বিশেষ প্রতিনিধিঃ
আজ ২৭মে’২৪ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌধুরীবাড়ীর কৃতিসন্তান, নাগরপুর উপজেলা বিএনপি থেকে টাংগাইল-৬ আসনে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তিনি ২০২২ সালের এই দিনে পরলোক গমন করেন।এরই ধারাবাহিকতায় সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গভীর শোক ও শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করেছেন নাগরপুর উপজেলা ছাত্রদল।নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনির এক যৌথ শোকবার্তায় গণমাধ্যমকে বলেন – অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। দেশেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর ত্যাগ ও সংগ্রাম আজকের এই দিনে আমাদের সকলের জন্য অনুরণীয়। পাশাপাশি তিনি আমাদের নাগরপুরের একজন কৃতিসন্তান। নাগরপুরের সকলস্তরের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন।
তাই আজ তাঁর এই দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমরা নাগরপুর উপজেলা ছাত্রদলের পক্ষ হতে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। পাশাপাশি আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর রাজনৈতিক জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নাগরপুর উপজেলা ছাত্রদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাই।
Leave a Reply