কলমে- মিনতি গোস্বামী
ভোট এলেই গ্রামের চেহারা কেমন যেন পাল্টে যায়। বাইরের থেকে আসা সুবেশা ভদ্রলোক, দিদিমণিদের আনাগোনা বেড়ে যায়। এক একদল এক একরকম প্রতিশ্রুতি দেয়। তাদের কথাবার্তা শুনে মনে হয়, আপনার জন। সব দলের টার্গেট শ্রমজীবী পাড়া । সারা বছর মিলেমিশে থাকা শ্রমজীবী পরিবারগুলোও বিভ্রান্ত হয়। বোরোতে ক্যানেলের জল, ফসলের সঠিক দাম না পাওয়া,দাবদাহ নিবারণ নিয়ে কিছু বলে না।
শুধু টাকার প্রলোভন দেখাবার লোকের সংখ্যা বেড়ে যায়।কিন্তু এই জামার গ্রামের শ্রমজীবী পরিবারের ছেলেমেয়েগুলো এখন শিক্ষার আলো দেখেছে।তারা চাল, টাকার ভিখারী নয়। তাই তারা ঠিক করে, কোন রাজনৈতিক দলের হয়ে দাঙ্গা নয়, যারা প্রকৃত কাজের সন্ধান দেবে, তাদেরই তারা ভোট দেবে।
Leave a Reply