কলমে- মিনতি গোস্বামী
পূর্ণিমার ক’দিন ধরেই রাতে ভালো ঘুম হচ্ছে না। তার পোষা বকনাটা এবার প্রথম পোয়াতি। দশ মাস চলছে। রাতে গোয়ালে বিয়োলেই বিপদ। টর্চ নিয়ে তাই বার তিনেক গোয়ালে যায়। ওর ওপর কত আশা। জনমজুর খেটে খাওয়া পরিবারের গরু কেনার সামর্থ্য নেই। পূর্ণিমাই জোর করে
ঘোষবাড়ি থেকে একটা বকনা পালতে আনে। বকনা বিয়োলে একবারের দুধ আর বাছুরটা সে পাবে । দুধ ছাড়লে গাই ফেরত দিতে হবে। মনে মনে সে প্রার্থনা করে, বকনা বাছুরের। তাহলে তার থেকে গরু হবে, একদিন আশা মিটবে। দুধের মুখ তো ছেলেরা কোনদিন দেখেনি। দিনের বেলাতেই প্রসব হয়, বকনা বাছুর। স্বপ্ন পূরণের আনন্দে পূর্ণিমা আশেপাশের বাড়িতে দুদিন ধরে গাদরা বিলোলো।
Leave a Reply