কলমে- মিনতি গোস্বামী
সহায়- সম্বলহীন অরুন আর সুমনা কষ্ট করে উচ্চ মাধ্যমিক পাশ করে ।ক্লাস সেভেন থেকেই প্রেম।সুমনার বাড়ির চাপে দুজনে বিয়ে করে। অরুণ সোনার দোকানে,সুমনা বিগবাজারে কাজে লেগে যায়। সুমনা কাজের সুবিধার জন্য লোনে একটা স্কুটি কিনে নেয়। চাকরির টাকা থেকেই শোধ হবে বলে চিন্তা-ভাবনা করেনি। ক ‘ মাস যেতেই বিগবাজার উঠে যায়, কাজও যায়। অরুণ ভীষণ চিন্তায় পড়ে।
কোম্পানি গাড়ি টেনে নিয়ে চলে যাবে, অথচ অরুণের দেওয়ার ক্ষমতা নেই। সুমনা বলে, ” নো টেনশন। আইডিয়া এসেছে। কলকাতার ক্যাবের মতো , আমি স্কুটি করে স্টেশনে যাত্রী পৌঁছে দেবো। বর্ধমানেও সুযোগ এসেছে। আমি আজ নাম লিখিয়ে এসেছি।কাল থেকেই প্যাসেঞ্জার পাবো। নতুন নতুন আইডিয়াতেই এখন বাঁচতে হবে। “
Leave a Reply