কলমে- মিনতি গোস্বামী
বিশ্বজিৎ যখন বর্ণালীকে ওর বাবার বাড়িতে রেখে এলো, ওর চোখের কোণেও দু- ফোঁটা জল জমেছিলো। বর্ণালী দেখতে পায়নি। ছেলেদেরও যে মন খারাপ হয়, বর্ণালীর মত মেয়েরা বোঝে না। ওদের জীবনে জেদটাই সম্বল। পুরনো দিনের বাড়িতে শাশুড়ির সঙ্গে থাকবে না বর্ণালীর জেদ। আলাদা ফ্ল্যাটের বায়না ধরে । বিশ্বজিৎ একমাত্র ছেলে, মাকে একা রাখার কথা ভাবতেই পারেনা। মা তাকে সেলাইয়ের কাজ করে বড় করেছে। দু – বছর বয়সে বাবা মারা যায়। বর্ণালী ডিভোর্সের ফর্মে সই করতে বলেছে।
বর্ণালী যদি ডিভোর্স করে নতুন কোন সঙ্গী খুঁজে নেয়, বিশ্বজিতের আপত্তি নেই। কিন্তু মাকে সে একা রেখে চলে যাবে না। আর দো- টানা নয়, মনে মনে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।
Leave a Reply