নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর টংগী থানাধীন রেলস্টেশনের পশ্চিম পাশে আবাসিক হোটেল বিক্রমপুর ও নতুন বাংলা ম্যাচ হাউজে দীর্ঘদিন ধরে কৌশলে অদৃশ্য গোপন শেল্টারে চলছে পতিতা ব্যবসার রমরমা বাণিজ।সরজমিনে গিয়ে দেখা যায়, আবাসিক হোটেল মালিক সহিদ মিয়ার ও মাটির নেতৃত্বে হোটৈলে নারী যৌনকর্মী রেখে প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন বিক্রি সহ বিভিন্ন ধরনের অপরাধ জনিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।স্থানীয় সূত্রে আরও জানা যায়, টংগী রেলস্টেশনের পশ্চিম পাশে আবাসিক হোটেল বিক্রমপুর ও নতুন বাংলা ম্যাচ হাউজে রুম ভাড়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নারী যৌনকর্মী দিয়ে গোপনে বেআইনী ভাবে প্রশাসনকে মাসোহারা প্রদান করে অসামাজিক কার্যকালাপ পরিচালিত হচ্ছে।স্থানীয় প্রশাসন আইনগত ব্যবস্থা না নেওয়ায় পাহারা দিয়ে বাহিরে দালাল চক্রের মাধ্যমে হোটেল কর্তৃপক্ষ এক ধরনের সিন্ডিকেট তৈরি করে নারী যৌনকর্মীদের দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে ।
মুঠোফোনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানিয়ে বহুবার অবহিত করা হয়েছে। কিন্তু অদৃশ্য কারণে পুলিশের উপস্থিতি টের পেলেই কৌশলে ভবনের গেট বন্ধ করে ধরা ছোঁয়ার বাইরে থাকছে কতৃপক্ষ। স্থানীয় প্রশাসনের নিরব ভূমিকায় মাঝে মধ্যে দালাল চক্রের সদস্যরা গণমাধ্যমকর্মীদের সাথে খারাপ আচরণ করে হুমকী ধামকী দিয়ে থাকে। এ ধরনের চোর পুলিশ খেলা কত দিন চলবে এমন প্রশ্ন এলাকাবাসীসহ সচেতন মহলের।আলোচনা সমালোচনা পুরো এলাকা জুড়ে অদৃশ্য কারণে চলছে প্রতিনিয়ত এসব অসামাজিক কার্যকলাপ এ ধরনের ঘটনায় সাংবাদিক মহল সুধী সমাজের সাধারণ লোকজনের প্রত্যাশা যাদের ছত্র ছায়ায় দেহ ব্যবসা বন্ধে স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর ।
Leave a Reply