এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি আল আমিন কে গ্রেফতার করেছে ধুনট থানা পুলিশ। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর ঈশ্বনঘাট গ্রামের ফরহাদ আলী তরফদারের ছেলে।থানা সুত্রে জানা যায়, বগুড়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আল আমিন একজন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি। ধুনট থানার একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তার আসামির অবস্থান নির্ণয় করে তাকে গ্রেফতার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, সে ২০১৩ সালে বগুড়া সদর থানায় দায়েরকৃত ২টি বিষ্ফোরক মামলার আসামি। তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতারী পরোয়ানামূলে বগুড়া জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে রবিবার (১৯ মে) আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply