কলমে-তীর্থঙ্কর সুমিত
আমি সকাল চাইনা তোমার কাছে
অন্ধকার দাও…
রঙ পরিবর্তন করতে করতে
একদিন নদীকে তুলে আনবো রাস্তায়
কথা দিলাম।
ময়ূরের পেখমে লিখবো অবেলার চিঠি
কালির আঁচড়ে যাঁরা সই ভিক্ষা চাইবে
তাঁদের জন্য আনবো এক আকাশ…
আমায় নদীর কথা বলোনা,
একটু অন্ধকার দাও।
Leave a Reply