শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।স্বর্তঃফূতভাবে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ৷ ১৮ মে শনিবার সকাল হতে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন শেষে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়।এ নির্বাচনে মোট ভোটার ৯২ জন। ১২টি পদের মধ্যে ধর্মীয় সম্পাদক সাইদুর রহমান রঞ্জু ও অর্থ সম্পাদক জাকারিয়া নবী মন্ডল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বাকি ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৫ জন প্রার্থী। নির্বাচন শেষে ফলাফলে জানা যায়, সভাপতি পদে আমিনুল ইসলাম রানা ৭৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে আজাদুল ইসলাম সাবু ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বক্কর তিনি পেয়েছেন ৪৮ ভোট, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান আসাদ তিনি পেয়েছেন ৬৫ ভোট, ৫০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম রতন, এছাড়া কার্যকারী সদস্য পদে ১নং সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল মাজেদ প্রধান তিনি পেয়েছেন ৫১ ভোট, সাঈস আনোয়ার উজ্জল ৪০ ভোট, ফরহাদ হোসেন রঞ্জু ৩৮ ভোট, জহুরুল ইসলাম ৩৫ ভোট, আনিছুর রহমান ৩৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বকর প্রধান,পলাশবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অহেদুল ইসলাম, গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক সরকার মকবুল, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।#
Leave a Reply