মুজিবুর রহমান,কালীগঞ্জ প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কালীগঞ্জের আড়িখোলা স্টেশনে ১১ সিন্ধুর ও চট্রলা ট্রেন স্টপেজ ও তিতাস কমিউটেটর এ ২ য় দফায়ও স্টপেজ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।আজ শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলা র আড়িখোলা স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।উল্লেখ্য, আরিখোলা স্টেশন থেকে কয়েকশ দৈনিক প্যাসেঞ্জার ঢাকায় চাকুরী করছে। কোন বাস না থাকায় ট্রেনে যাতায়াত করতে সমস্যায় পড়তে হয়। এদের মাঝে অনেকে ঢাকায় আদালত, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ী সহ দুই থেকে আড়াই হাজার যাত্রী দৈনিক চাকুরীতে যেতে হয়। নানা বিরম্বনায় পরে চলাচলে নানাবিধ সমস্যায সৃষ্টি হতে হয়।
ভোরে চিটাগং মেইল ও তিতাস কমিউটেটর ছাড়া আর কোন ট্রেন না থাকায় দৈনিক যাত্রীদের আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান এমপি’র নিকট আবেদন জমা দেয়া হয়েছে। কালীগঞ্জবাসীর বহুদিনের এই দাবি বাস্তবায়নের জন্য উধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন কালিগঞ্জ বাসী।
Leave a Reply