কলমে- মিনতি গোস্বামী
রিসেপশনের দিন লোকজনের খাওয়া শেষ হতেই অমিতাভর উদ্বেগ কাটে। বাড়ির লোকজনের সঙ্গে নতুন বউকে নিয়ে খেতে বসে। খাওয়া শেষ হতেই বড়োরা তাগাদা দেয়। ফুলশয্যার ঘর,শরীরে শিহরণ জাগে। এই শিহরণ সন্ধ্যেবেলায় বউ মালাকে বউয়ের সাজে দেখেই জেগেছিল। এ তো রূপকথার রাজকন্যা। জীবনে কোন মেয়েকে বন্ধু রুপে পায়নি। নিম্নবিত্ত পরিবারের ছেলে। চাকরি পেয়ে বোনের বিয়ে দেয়।কাগজে সম্বন্ধ দেখে এই বিয়ে। নতুন আংটিটা পকেটে পোরে। মেয়েলি আচার শেষে দরজা বন্ধ।
মালার ঘোমটা সরাতেই, সে হাতজোড় করে বলে, ” প্লিজ,আমাকে ছোঁবেন না। শ্রেফ দু ‘বছর বা পাঁচ বছর বউ সেজে থাকবো। প্রেমিক চাকরি পেলেই চলে যাবো। অমিতাভ হতবাক। আশ্রয় চাইলে আশ্রয় দেওয়াই দস্তুর।
Leave a Reply