মুজিবুর রহমান,কালীগঞ্জ প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার(১৬ মে) বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওয়াহিদ হোসেন উপ-পরিচালক উপসচিব স্থানীয় সরকার গাজীপুর।এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধনের উপর আলোচনা হয়।জানা যায়, ১৮৫৭ সালে ইংরেজরা সর্ব প্রথম জন্ম ও মৃত্যু নিবন্ধন চালু করেন।কালীগঞ্জ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সদস্য সচিব ইউএইচও, এ বিষয়ে গত সোমবার গাজীপুরে সকল সচিবদের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কিভাবে জনসংখ্যা নির্ধারন হলো, আনুপাতিক হার দেখে নিধার্রন করা যায়।
বিশেষ অতিথি তার আলোচনায় বলেন, প্রতিটি জন্ম নিবন্ধন সম্পর্কে খোজ খবর রাখতে হবে, প্রয়োজনে নিজেদের যেতে হবে। ইউনিয়ন স্বাস্থ্যসেবা কর্মীদের উপস্থিত থাকতে হবে। প্রতি মাসে সমন্বয়ক সভা অনুষ্ঠিত হতে হবে।প্রতিমাসে কতগুলো বাচ্চা জন্মগ্রহণ করেছে, হাসপাতালে ক্লিনিকে রেজিস্ট্রার থাকতে হবে।মসজিদের হুজুরের কাছে যাইতে হবে সেখানে গিয়ে একটি রেজিস্ট্রার দিতে হবে, জানাজা হলে মৃতের নাম বাবার নাম ঠিকানা লেখতে হবে।গাজীপুর জেলায় ৭৩% জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে।
Leave a Reply