মজিবুর,কালীগঞ্জ প্রতিনিধিঃ
“সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন” প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের কালীগঞ্জে মহিলা সংস্থার অধীনে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করেন গাজীপুর জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।আজ বৃহস্পতিবার(১৬ মে) দুপুরে শহীদ ময়েজউদ্দিন আহমেদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নিবার্হী কমর্কর্তা ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের সাধন প্রকল্প। জাতীয় মহিলা সংস্থা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বিজনেস মেনেজমেন্টের ৫০ জন নারী শিক্ষার্থীর মাঝে ভাতা চেক প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওয়াহিদ হোসেন উপ-পরিচালক উপসচিব স্থানীয় সরকার গাজীপুর। এস এম রবিন হুসেন মেয়র কালিগঞ্জ পৌরসভা। এ সময় জেলা প্রশাসক প্রতিটি শিক্ষার্থীদের মাঝে গিয়ে সার্বজনীন পেনসন স্কিমের উপর বিস্তারিত বর্ণনা করেন এবং এর সূফলের উপর আলোচনা করেন। পরে পেনসন সদস্যর বয়সের তারতম্যের উপর গুরুত্ব আরোপ করে তুলে ধরেন। মাঠ পর্যায়ের মানুষদের সাথে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
Leave a Reply