কলমে-এমরান খান সন্ন্যাসী
আর গৃহীত্যাগী বলেই নাম তার সন্ন্যাসী।
নীরবতায় ধ্যানমগ্নেই কাটে প্রত্যহ দিবানিশি।
সাহিত্য পাড়ার অলিগলিতে পদচারণার ধ্যান মগ্নে কাটে আমার সকাল-সন্ধ্যা, রাত্রি- ভোর।
আমার জ্ঞান নেই, টুকটাক লিখি নিজের মনকে সান্ত্বনা দেয়ার জন্যই।তাই যখন তখন তন্দ্রাচ্ছন্ন ঘোর,
নিশি কপাট লাগাই, ঊষায় খুলি দোর।
যেথায় দেখি অন্যায়, অনিয়ম, অশ্লীল চটিবাজ,কবিতা চোরের দালাল, লুচ্চা লুচ্চুি সাহিত্যের কালো বাজারী, সেথায় করি ফেরি।
দেখি ঈশান কোণে মেঘ গুড়গুড় সাঁঝ, আমিও তখন জেগে উঠি নখরে ঈগলবাজ।
টেনে ধরে মুখোশের টুটি তাদের বিরুদ্ধেই আমি অগ্নি স্ফুলিঙ্গে ফোঁসে ওঠি।
কে কী ভাবলো কে সমালোচনার ঝড় তুললো
তাতেই বা কী এসে যায়?
যদি আমার আমিত্ব কাটে আদি-অনাদি সততায়!
আমিই রাতের তারা, ভেজা শশী
আমি সেই –
Leave a Reply