এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় সড়কের পাশের সরকারি গাছ কাটা মামলার আসামি একিউএম ডিসেন্ট আহম্মেদ সুমন (৩৯) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঢাকার গুলশান থানা এলাকা হতে বগুড়া জেলা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত একিউএম ডিসেন্ট আহম্মেদ সুমন গাবতলী উপজেলার কালুডাঙ্গা এলাকার হারুনুর রশীদের ছেলে ও গাবতলী থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক।বগুড়া জেলা পুলিশ সূত্রে জানাগেছে, গত ১১ মে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের অন্তর্গত কালুডাঙ্গা ভিটাপাড়া সড়কের আব্দুর রহমান ধলু প্রামানিকের জমির পার্শ্বে সরকারী রাস্তার উপর লাগানো ১০ টি বিভিন্ন আকৃতির আমগাছ কেটে নেয় ডিসেন্ট ও তার লোকজন। গাছগুলি কেটে নিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে বাধা প্রদান করলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ঘটনাস্থলে গাছগুলো ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা বাদী হয়ে একিউএম ডিসেন্ট আহম্মেদ সুমন কে প্রধান অভিযুক্ত করে গাবতলী থানার একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে বগুড়া ডিবি ও গাবতলী থানার একটি যৌথ টিম বগুড়া ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ঢাকা’র গুলশান থানা এলাকা হতে মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত একিউএম ডিসেন্ট আহম্মেদ সুমনকে গ্রেফতার করে।জেলা পুলিশ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুমন স্বীকারোক্তি করে যে, গত ১১ মে উল্লেখিত স্থানে রাস্তার ধারের সরকারী গাছ কর্তন করায় আশেপাশের লোকজন বাধা প্রদান করলে অভিযুক্ত সুমনসহ তার দলের অন্যান্য সদস্যরা তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শণ করে ঘটনাস্থল হতে চলে যায়।
Leave a Reply