এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার নন্দীগ্রামে মেয়াদ উত্তীর্ণ ও লেবেল ছাড়া কীটনাশক রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ই মে) পৌর এলাকার ওমরপুর বাজারে কীটনাশক ব্যবসায়ী স্বপন কুমার সরকারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। স্বপন কুমার সরকার নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা সুশান্ত কুমার শান্তর ছোট ভাই।
আদালত সূত্র জানাযায়, গোয়েন্দার তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে স্বপন কুমার সরকারকে দোকান ও বাসা থেকে লেবেল পরিবর্তন করে নতুন লেবেল লাগানো, লেবেল ছাড়া ও মেয়াদ উত্তীর্ণ ৫০ কার্টুন কীটনাশক পাওয়ায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল হাসান এ জরিমানা করেন।নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply