মুজিবুর রহমান,কালীগঞ্জ প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ থানায় যাওয়ার পথে বাইপাস সংযোগ সড়কে মোটরসাইকেল ও লড়ীর মুখোমুখি সংঘর্ষে এক আরোহী নিহত ও দুইজনে আহত হয়েছে। ট্রাফিক পুলিশ লড়ীর কিশোর চালকে আটক করে পুলিশে দিয়েছে।আজ মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ ঘোড়াশাল বাইপাস সংযোগ রোডে এ দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, বাড়ি নির্মান করাকে কেন্দ্রকরে মারামারি হলে বাদী সাক্ষী নিয়ে কালিগঞ্জ থানায় যাওয়ার পথে মোটরসাইকেল ও লড়ীর মুখোমুখি সংঘর্ষে ঘটে। এ সময় মাঝ পানজোড়া গ্রামের হাসেম ভুইয়ার ছেলে রাজ মিস্ত্রী হামিদ ভুইয়া মটর সাইকেলের মাঝখানে বসাছিল। লড়ির সাথে সংঘর্ষে হামিদ ছিটকে লড়ীর চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় পথচারীরা মটর সাইকেলে চালক জসিম মৃধা, পিতা কুতুবউদ্দিন মৃধা গলান। ও আরোহী আরিফ মুন্সি পিতা আহাম্মদ মুন্সি, পারাবর্তা নামে দুজনকে উদ্ধার করে কালিগঞ্জ সরকারি হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করেন।ট্রাফিক সার্জেন্ট কিশোর লড়ি চালককে আটক করে কালীগঞ্জ থানা পুলিশকে তুলে দেয়।স্থানীয়দের অভিযোগ ট্রাফিক সার্জেন্টরা বিভিন্ন গাড়ির কাগজপত্র পরীক্ষা করার নামে অসংখ্য গাড়ি উভয় পাশে দাড়করিয়ে রাখায় এ মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত হয়েছে।
Leave a Reply