কলমে- মিনতি গোস্বামী।
আজ ঘুরতে ঘুরতে সকালে রাজবংশী বস্তিতে শান্তা মাসির বাড়ি এলাম শান্তামাসিকে দেখতে। মাসি আমাদের বাড়িতে প্রায় কুড়ি বছর কাজ করেছিলো। বার্ধক্যের কারণে এখন করে না।। বিছানায় পড়ে না থাকলেও বাইরে বেরোয় না।। বস্তির গলিতেই দরজার সামনে চট পেতে শীতের রোদ মাখছিলো। আমাকে দেখে আনন্দ হলো। মাসির নাতনি আমাকে রোদেই একটা চেয়ার পেতে দিলো। নাতনিটা সেজেগুজে তৈরি হয়েছিলো। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বললো, ” আসি পিসি। ” আমি জিজ্ঞাসা করলাম,’ কোথায় যাচ্ছো, কাজে, কি কাজ?’
” কুকুরের হাসপাতালে জামা সেলাই । ”
‘ হাসপাতালে কত কুকুর? এত জামা ?’
” না পিসি, ওখান থেকেই কুকুরের জামা বিক্রি হয়।। ”
মাসি বললো, ” ওরা আর বাসন মাজার কাজ করতে চায়না। ওরা যে আধুনিক। “
Leave a Reply