এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে মোহন মিয়া (১৭) নামে এক কিশোর পরিবারের উপর অভিমান করে কীটনাশক সেবনে আত্মহত্যা করেছে। সে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামের সরকার পাড়া এলাকার মিলন মিয়ার ছেলে।স্থানীয় সুত্রে জানা যায়, প্রেম ঘটিত বিষয়ে পরিবারের কাছে বিয়ে করার দাবি করে মোহন মিয়া। কিন্তু পরিবার থেকে বিষয়টি মেনে না নেওয়ায় অভিমান করে রবিবার রাত অনুমান ৮টার দিকে অভিমান করে সবার অজান্তে নিজ বাড়িতে কীটনাশক সেবন করে। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া নেয়ার পথে সে মারা যায়। পরে তাকে বাড়িতে নিয়ে আসে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ সৈকত হাসান জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply