কলমে– মিনতি গোস্বামী
সুস্মিতা স্কুলের চাকরি পাওয়ার পরই বাবাকে জানায়, সে এবার বিয়ে করবে। পাত্র তার পছন্দের বাবা-মা সবাই জানে। বাবা সুস্মিতাকে অনুরোধ করে ভেবে দেখার জন্য। বিধর্মী একটা ছেলেকে বিয়ে করে সে আদৌ সুখী হতে পারবে কিনা জিজ্ঞাসাও করে। মেয়ের জেদে বিয়ে মেনে নিতে বাবা বাধ্য হয়।বিয়ের দিন ঠিক করে অবশেষে ধুমধাম করে হিন্দু মতে বিয়ে হয়। নিজের শহরেই গুছিয়ে সংসার পাতে সুস্মিতা। বছর দুয়েক পরে সন্তানসম্ভবা হয়ে সুস্মিতা যখন বাবার বাড়ি আসে বিশ্রামে,বাবা জিজ্ঞাসা করে, ” মা, বিধর্মীকে বিয়ে করে তুই সুখী। হ্যাঁ বাবা, আমরা দুজনেই সুখী।’আমরা কেউই ধর্ম মানি না। আমরা সংস্কার মুক্ত।তাই আমাদের কোন গন্ডগোল নেই।’
Leave a Reply