এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে বগুড়ার কাহালু সরকারি কলেজে সিনিয়র জেলা নির্বচন অফিসের কার্যালয় ও সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ের যৌথ আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।শনিবার (১১ই মে) সকালে কাহালু সরকারি কলেজে প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি রিটানিং অফিসার ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিটানিং অফিসার ও বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডেএসবি) মো. মোতাহার হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসান।এ সময় উপস্থিত ছিলেন কাহালু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আলীম, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা, কাহালু উপজেলা নির্বাচন অফিসার মোছা. মাহমুদা আক্তার সহ ভোটগ্রহণ কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply