কলমে–মিনতি গোস্বামী
নতুনগ্রাম বাসস্ট্যান্ডে একটা কমবয়সী খেপি বছর তিনেক আছে।নিজের মনে কথা বলে, নিজে নিজেই হাসে।তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখেও।বাজারের লোকেরা যে যেমন পারে তার সামনে খাবার নামিয়ে দিলে অবশ্য নিজের হাতেই খায়, নিজেই শোয়।মেয়েটাকে দেখে মনে হয় বেশ সুন্দরী ছিল এককালে।
নোংরা জামাকাপড় পরে থাকার জন্য,স্নান না করার জন্য গায়ে চটা পড়ে গেছে।সেই খেপিটার দেহে যখন পরিবর্তন এলো, বাজারের লোকেরা বুঝলো এটা কোন দুষ্ট লোকের কুকর্মের ফল।দেখতে দেখতে খেপিটা যখন আসন্নপ্রসবা হলো, মাঝে মাঝেই রাস্তার উল্টোদিকের বাড়িতে ঢিল মারতে শুরু করলো।লাঠি হাতে মালিক তারকবাবু খেপিকে তেড়ে এলেও চা – দোকানি নিতাই জানে তারকবাবুর চরিত্র দোষের কথা।
Leave a Reply