নিজস্ব প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সমাপনী পরীক্ষায় ফাস্ট ক্লাস ফাস্ট হয়েছেন তৃষা।উল্লেখ্য তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও কাজিপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক টি,এম তহজিবুল এনাম(তুষার তালুকদার) বড় মেয়ে।তুষার তালুকদার সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মানিকপোটল তালুকদার বাড়ীর সন্তান। মেয়ের ফলাফল শুনে ব্যবসায়ীক কাজে প্যারিসে থেকে মুঠো ফোনে আল্পুত হয়ে বলেন আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতেন তাহলে উনারা যে কত খুশি হইতেন।তিনি মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।অপর এক বার্তার তৃষার মা মিসেস তুষার সবার কাছে দোয়া চেয়েছেন।উল্লেখ্য যে কাজিপুর সরকারি মুনসুর আলী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রেফাজ উদ্দিন তালুকদারের নাতনি তৃষ্ণা।
তৃষা মাস্টার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টেরএর প্রথম ব্যাচ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের ছাত্রী।তৃষাও সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে দেশ,জাতি ও দশের কাজ করতে পারেন।এ ছাড়াও সকল আত্বীয় স্বজন, বন্ধু বান্ধবী প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply