নিজস্ব প্রতিনিধিঃ
বীর মুক্তিযোদ্ধা আজগর আলী পিতা মৃত্যু রহিম উদ্দিন শেখ মাতা মৃত সলেমান বিবি গ্রাম – খুদবান্দী, উপজেলা /থানা-কাজিপুর জেলা-সিরাজগঞ্জ রাষ্টীয় মর্যাদার দাফন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।গতকাল ৮ মে( বুধবার) আনুমানিক ভোর ৪.০০ ঘটিকায় মহাখালী আই পি এস স্টাফ কোয়াটার এ মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর।উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা আজগর আলী ১৯৫৬ ইং সালের ১৩ আগষ্ট জন্ম গ্রহণ করেন।বিকাল ৫.০০ ঘটিকার সময় বিয়াড়া নুরনবী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্টীয় ভাবে গার্ড অব অনার এর মাধ্যমে জানাজা শেষে বিয়াড়া কবরস্থানে কবরস্থ করা হয়। বয়স্ক জনিত রোগের কারণে তিনি মারা যান।
মৃত কালে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তান এবং নাতি নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান।বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর সন্তান জয়নাল আবেদীন সকলের কাছে তাঁর বাবার জন্য দোয়ার দরখাস্ত করেছেন।
Leave a Reply