কলমে–মিনতি গোস্বামী
পাঁচ বছর বিয়ে হয়েছে এবার বৌমাকে একবেলা রান্নাঘরে ঢুকতেই হবে বলে মা ফতোয়া দেয়। চাকরি করা সুমনা রান্নাঘরে ঢুকতে রাজী নয়। অবশ্য মা বলেছে, ” রাতের রুটিটা অন্তত বৌমা করুক। ”
প্রণব পড়েছে মহা ফাঁপরে। মা তো কিছু অন্যায় বলেনি কিন্তু সুমনা সে কথা শুনবে না। সে চাকরি করে স্ট্যাটাস আলাদা,তাই রান্নাঘরে ঢুকবে না। রমলাদেবীও পেনশন পান, তার টাকাও খরচ হয় সুমনা এসব দেখে না। উগ্র স্বভাবের সুমনার হাত থেকে বাঁচতে প্রণব এখন সন্ধ্যেটা তাই পাড়ার ক্লাবে আড্ডা মেরেই কাটায়।স্বামী তার প্রতি মনোযোগ কমে যাচ্ছে বলে সুমনা বাপের বাড়িতে নালিশ জানায়। প্রণবের শ্বশুর সব শুনে বলে, ” আমার জীবনেও একই বিড়ম্বনা।
Leave a Reply