এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সারিয়াকান্দিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৭১টি ভোটে কেন্দ্রে ৩৭ হাজার ২৪৮ ভোট পেয়ে দুই বীর মুক্তেযোদ্ধাকে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের প্রয়াত সাংসদ কৃষিবিদ আব্দুল মান্নান ও বর্তমান সাংসদ সাহাদারা মান্নানের একমাত্র পুত্র শিক্ষাবিদ মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল (কাপ পিরিচ প্রতীক) পেয়েছেন ৬ হাজার ১৫৩ ভোট। সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজান আলী (ঘোড়া প্রতীক পেয়েছেন ৩ হাজার ১২ ভোট।অপরদিকে ১৮ হাজার ৯৭৩ ভোট পেয়ে মোঃ লিখন মিয়া (টিউবওয়েল) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইউনুস আলী (তালা প্রতীক) পেয়েছেন ১০ হাজার ৩৭ ভোট। এদিকে ২৬ হাজার ২৩৭ ভোট পেয়ে মোছা. কুলছুমা পারভীন শাপলা (প্রজাপতি) বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহিনুর বেগম (ফুটবল) প্রতীক পেয়েছেন ১৯ হাজার ৯৫০ ভোট।
বুধবার রাত ১০ঘটিকায় তথ্যগুলো নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার আলী হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহাগ চৌধুরী।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিয়ে এ উপজেলা ঘটিত। এখানে মোট ভোটার সংখ্যা ১লাখ ৯৮জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪২ জন এবং নারী ভোটার ৯৮ হাজার ১৫৬ জন।
Leave a Reply