মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
আগামী ৮ মে ২০২৪ খ্রিঃ তারিখ অনুষ্ঠিতব্য গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলছড়ি এবং কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সাঘাটা মাঠ প্রাঙ্গণে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলছড়ি মাঠে ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন,পিপিএম মহোদয়।তিনি, নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন। কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সাঘাটা মাঠ প্রাঙ্গণে ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন জনাব মোঃ ইবনে মিজান, (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত।
এ সময় উপস্থিত ছিলেন জনাব আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), অফিসার ইনচার্জ (ডিএসবি)অফিসার ইনচার্জ ফুলছড়ি ও সাঘাটা থানা, গাইবান্ধাসহ জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটে হতে আগত বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply