কলমে- মিনতি গোস্বামী
অমল খেতে বসে যখন দেখে লাউয়ের ঘন্ট নুনে পোড়া হয়ে গেছে, তখন রাগ মাথায় চড়ে।
ভাতের থালাটা মাঝ উঠোনে ছুঁড়ে দিয়ে বলে,
” শ্বশুরবাড়ি করতে এসেছিস? তোর মা,বোন তোকে কাজ না শিখিয়েই পাঠিয়ে দিয়েছে? ”
কমলা বাঁশের খুঁটি ধরে এক কোণে দাঁড়িয়েছিলো।
সে জানে মুখের উপর কথা বললে পিঠে কিল পড়বেই। জমিতে খাটা স্বামীর হাতে অসুরের শক্তি।
কমলার এই ঘর থেকে পালিয়ে যেতে খুব ইচ্ছে করে। কিন্তু বাবা নেই, ভাইরা কি থাকতে দেবে?
ভাইদের ঘরে মা- ই এখন বাড়তি হয়ে গেছে।
ভাইয়ের সংসারে গলগ্রহ হওয়ার থেকে স্বামীর ঘরে মার খাওয়া ভালো বলে এই একবিংশ শতাব্দীতেও কমলা থেকে যায় স্বামীর ঘরে বৌ হয়ে।
Leave a Reply