এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুরের জয়লা জুয়ান এলাকায় চাঁদা না দেয়ায় সরকারের কাছ থেকে লিজ নেয়া পুকুরের মাছ জোরপূর্বক মেরে নেয়ার ঘটনায় গত সোমবার রাতে শেরপুর থানায় ১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত মিজানুর রহমানের ছেলে কে এম শফিউল আলম শামীমের সাথে পাশের আওয়লাকান্দি গ্রামের মো. তফিজুর রহমান খাঁন (৬৫), মো. সিরাজুল ইসলাম (৪৪), মো. ইউনুস আলী খাঁন (৩৫), মো. রাকিবুল ইসলাম (৩২), কে.এম জাকারিয়া হোসেন (৪১), মো. জাহাঙ্গীর আলম (৪৩), মো. বাচ্চু (৪৭), মো. আফছার খাঁন (৫৩), মো. আলমগীর হোসেন খাঁন (৩৮), মো. আবু ইউসুফ (৩১), মো. শুকুর আকন্দ (৫৫) ও মো. সুমন খাঁন (২৫) দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে কয়েকদিন আগে শামীমের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় শামীমের নেয়া জয়লাজুয়ান মৌজার ২৩১ দাগে ৩.৪০ একর সরকারী লিজকৃত পুকুর থেকে গত ৬ মে সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রে স্বজ্জিত দলবল নিয়ে এসে বিভিন্ন প্রজাতির মাছ জোরপূর্বক মেরে নিয়ে যায়।
এতে তাদের বাধা দিলে তাদের হাতে থাকা লোহার রড দেশীয় ধারালো হাসুয়া, বটি, দা, লাঠিসোটা সহ অন্যান্য অস্ত্র সস্ত্র সহ শামীমের কাছে আবারো ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং হত্যার চেষ্টা, গালিগালাজ, মারধর সহ হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় গত ৬ মে সোমবার রাতে কে এম শফিউল আলম শামীম বাদি হয়ে ১২ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply