সোহেল রানা,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী ডিবি পুলিশ। আগামীকাল বুধবার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন/ ২০২৪ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ফুলপুর সহ ধোবাউড়া, হালুয়াঘাট থানা এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চলছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে ডিবি পুলিশ এর মহারায় ২০টি মোটরসাইকেল জব্দ করেন আইনশৃঙ্খলা বাহিনী।উপজেলা পরিষদ নির্বাচনী আচরণ বিধি নির্বিঘ্ন করতে কাজ শুরু করেছে ডিবি পুলিশ,। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ । জেলা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের কর্মকর্তারা অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন।
আইনশৃঙ্খলা বাহিনীর এক সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ না করায় ঝুঁকি কিছুটা বাড়ছে। তবে গোয়েন্দা জালে পুরো নির্বাচনী এলাকা। আলাদা টিমে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো স্পর্শকাতর তথ্য পেলেই কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। নির্বাচনে প্রায় প্রতিটি উপজেলায় সরকারদলীয় একাধিক প্রার্থী অংশ নেওয়ায় কিছুটা আশঙ্কা থেকে যাচ্ছে। একই দলের একাধিক প্রার্থী থাকায় প্রশাসনকে খুবই নিরপেক্ষ ভূমিকায় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply