শান্ত খান,ঢাকা জেলা প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে দেয়াল চাপা পড়ে দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।৫ মে, রবিবার রাত ১২টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বরাকৈর এলাকার এস এস এগ্রো কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এগ্রো কমপ্লেক্সের নিরাপত্তাকর্মী আনিসুর ও শাহারুল।খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতদের পরিবার জানায়, রাতে প্রচন্ড ঝড়ে ওই এগ্রোর ভিতরে একটিটিনসেড ঘরে পাঁচ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছিলেন। এসময় ঝড়ে ঘরটির দেওয়াল তাদের উপরে পড়ে যায়। পরে খবর পেয়ে এগ্রোর অন্য নিরাপত্তাকর্মীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনের চিকিৎসা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অপরদিকে, আরেক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে একটি বাড়িতে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
Leave a Reply