বিল্লাল হোসেন সাজু,রিপোর্টার গাজীপুরঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পূর্ব চন্দ্রারা মাটিকাটা এলাকায় চন্দ্রা বিটের অধীনে বনের বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। রবিবার দুপুরে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ যৌথ মিলে অভিযান করেন।এলাকাবাসী বলেন কিছু অসাধু দালাল ও প্রভাবশালী হাত ধরে এভাবে সরকারি মূল্যবান বন জমিন হারিয়ে যাচ্ছে যেখানে মানুষ বাঁচার জন্য একটু অক্সিজেন খুঁজে সেই সুযোগে অসাধু ব্যক্তিগুলো বনের গাছ কেটে দোকানপাট বসিয়ে নিজেদের পকেট হাসিল করছে তাই ও বন বিভাগ সূত্রে জানা যায়, চন্দ্রা বিটের আওতাধীন মাটি কাটা রেললাইনের এলাকায় র্দীঘদিন ধরে বন বিভাগের জমি দখল করে প্রায় তিন একর বন বিভাগের জমি দখল করে। পরে সেখানে শতাধিক বাড়িঘর ও দোকানপাট অবৈধ স্থাপনা গড়ে তোলে। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে রবিবার দুপুরে অভিযান পরিচালনা করেন।এ সময় বনের জমিতে শতাধিক বাড়িঘর ও দোকানপাট গুঁড়িয়ে দেয়। ভ্রাম্যমান আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্যে দিয়ে প্রায় ৩০ কোটি টাকার জমি উদ্ধার করেছে। উচ্ছেদ অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় সহকারী বন সংরক্ষক সাজেদুল আলম, কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দরা।
ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) অন্যন্দাগোষা চৌধুরী, জানান, বন বিভাগের জমি দখল করে শতাধিক বাড়িঘর ও দোকানপাট অবৈধ স্থাপনা গড়ে তোলেন অসাধু ব্যক্তিরা। প্রায় তিন একর বন বিভাগের জমি দখল করে তিনি। আজকের ভ্রাম্যমান আদালত মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদের করে প্রায় ৩০কোটি টাকার জমি উদ্ধার করা হল।
Leave a Reply