কলমে–সঙ্গীতা কর
এই যে, আমার দক্ষিণ খোলা জানালায়,
নিভৃতে, একান্তে অন্য মনে অপেক্ষা করা,
জানো তো, সে শুধু তোমারই জন্য রবি ঠাকুর
ক্লান্ত বিকেলের রোদ যখন এসে পড়ে
আমার মধ্য বয়স্ক মনের ফিকে আঙিনায়,
তখনও অপেক্ষায় থাকে নিথর আঁখি দুটি…
মনে হয়, এই বুঝি এলো মোর প্রিয়তম!!
টুংটাং শব্দে চমকে ওঠে বুকের ভিতরে হৃদয় খানা,
সহসা চেয়ে দেখি, ঘর ভর্তি ভাঙ্গা কাঁচের টুকরো
মাতাল ঝোড়ো হাওয়ায় জানালার সার্সি ভেঙে একাকার!!
দুহাতে আঁকড়ে ধরে গোছাতে গিয়ে হলো মহা বিপত্তি,
আরও আরও ক্ষত বিক্ষত হতে থাকলো শরীর,
ঠিক যেন ভাঙা হৃদয় খানা আমার
একটা বিরহের ব্যথা ভুলতে অন্য প্রেমে জড়াই
তবুও ভুলতে পারিনা, প্রেম ছাড়ে না নেশা,
আহা রে!! আমি যে আজও তোমার প্রেমের গানে আত্মহারা!
ভাঙ্গনের মুখে দাঁড়িয়ে আওড়াই ,’ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে’??
Leave a Reply