আপন,শেরপুর প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যেকার বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোডের জন্য শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্ম বিরতির ঘোষণা দিয়েছে পবিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।৫ এপ্রিল (রবিবার) দুপুরে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের নিচে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এ কর্মবিরতি ঘোষনা ও পালন করেন।ওই সময় উপস্থিত (পবিসের) সকল পার্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা ও কর্মচারীদের পদমর্যাদা (সরকার ঘোষিত গ্রেডিং ১-২০),৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫% বিশেষ প্রনোদনা প্রদান, এপিএ বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী প্রদায়ন না করা, যথাসময়ে পদন্নোতি না করা, লাইনক্রু লেভেল-১ও মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিত্তিক), বিলিং সহকারী (কানামনা) নিয়মিত না করা, স্বারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলা পবিস এর- এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত, সিরাজগঞ্জ-২ এর ডিজিএম (কারিগরি) ও এজিএম আইটি কে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষন, নির্যাতন, নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ার লক্ষে বাপবিবো/পবিস এ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আমাদের এই কর্মবিরতি।
এ সময় তারা আরও বলেন,পল্লীবিদ্যুৎ সমিতির এই বৈষম্য দূরীকরণ ও সার্ভিস কোড প্রয়োজনে আমাদের দাবী সমুহ আদায়ে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি চলতেই থাকবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।
Leave a Reply