কাজী মোস্তফা রুমি,বিশেষ প্রতিনিধি:
দীর্ঘদিন পরে হলেও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নাগরপুর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। উক্ত দুই প্যানেলের মধ্যে হোসেন-ওয়াহিদ-কানিজ-ইকবাল পরিষদ থেকে কানিজ ফাতেমা (রলে) সাধারণ সম্পাদক পদে ৪৪৫ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন-অর-রশিদ ভোট পেয়েছেন ৩৫১ টি।নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে তাৎক্ষণিকভাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা (রলে) এর সাথে গণমাধ্যমের সংক্ষিপ্ত কথা হয়।তিনি গণমাধ্যমকে জানান- শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি ভাগ্যে লিখে রেখেছিলেন বলেই আমি নির্বাচিত হতে পেরেছি।
সেই সাথে যে সকল সম্মানিত ভোটারগণ আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন এবং আমার এই নির্বাচন সংশ্লিষ্ট সকল শুভাকাঙ্ক্ষী যারা বিভিন্নভাবে নির্বাচনে সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।আগামী দিনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নাগরপুর উপজেলা শাখাকে একটি স্মার্ট সংগঠনের রূপান্তরিত করার লক্ষ্যে দ্বিধাদ্বন্দ ভুলে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব, ইনশাআল্লাহ্।
Leave a Reply