কাজী মোস্তফা রুমি,বিশেষ প্রতিনিধিঃ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নাগরপুর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হলো। অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী তাদের ভোট প্রয়োগের মাধ্যমে আগামী দিনের জন্য তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিলেন।উক্ত নির্বাচনে ৩ নং ব্যালটে মো: হোসেন মিয়া সভাপতি এবং ২১ নং ব্যালটে কানিজ ফাতেমা (রলে) সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নাগরপুর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নির্বাচিত সদস্যদেরকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ টাঙ্গাইলের আওয়ামী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের জনপ্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি, জননেতা তারেক শামস খান হিমু।তাৎক্ষণিক এক অভিনন্দন বার্তায় জননেতা তারেক শামস খান হিমু গণমাধ্যমকে জানান – শিক্ষক সমাজ হচ্ছে জাতির বিবেক। তারা একটি শক্তিশালী শিক্ষিত সমাজ জাতিকে উপহার দেন। তাই দীর্ঘদিন পরে হলেও নাগরপুর উপজেলার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পেরেছেন।তাই উক্ত নির্বাচনে ভোটারদের ভোটে নবনির্বাচিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো: হোসেন মিয়া, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা (রলে) এবং নির্বাচিত সকল প্রতিনিধিদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা।সেই সাথে আমি ধন্যবাদ জানাই সকল ভোটার শিক্ষক-শিক্ষিকামন্ডলীদের যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচনকে সুন্দর ও সফল করে তুলেছেন।
শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আমি আরো ধন্যবাদ জানাই প্রশাসনিক সকল কর্মকর্তা কর্মচারী সহ উক্ত নির্বাচনের সাথে সম্পৃক্ত সকলকে,যারা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নিরলস ভাবে কাজ করেছেন।আমি নবনির্বাচিত কমিটির সকলকে আগামী দিনে দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে সকলকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য উদাত্ত আহবান জানাই।
Leave a Reply