নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা থানা পুলিশের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে গরু চুরি ও সাধারণ চুরি প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।৪ মে(শনিবার) সকালে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।প্রধান অতিথি খামারিদের গরু চুরি ও সাধারণ চুরি প্রতিরোধ নিয়ে নানা প্রকার সমাধান তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা দিদারুল আহসান,পুলিশ পরিদর্শক(ওসি) আবদুল মজিদ,ডেইরি এন্ড ক্যাটারিং ফার্ম এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।এ সময় আরও সুবিধা ভোগী নারী ও পুরুষ খামারী উপস্থিত ছিলেন।
Leave a Reply