কলমে- মিনতি গোস্বামী
ব্যাঙ্গালোরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে ঢোকে জয়তী। দু ‘ বছর পর বাবার ক্যান্সার ধরা পড়ে। বাবা সবজি বিক্রি করে জয়তীকে বড় করে, তাই জমা টাকা নেই।জয়তী পঞ্চাশ হাজার টাকা মাইনে পায়।
থাকা – খাওয়ার পর কতটুকুই বা বাড়িতে দিতে পারবে? জয়তী বাবা – মায়ের একমাত্র সন্তান।জয়তী চাকরি ছেড়ে কলকাতায় চলে আসে। চাকরি খুঁজতে খুঁজতে হঠাৎ তার মাথায় আসে ক্যাব চালানোর কথা। সে ভালো ড্রাইভিং শিখেছিল বান্ধবী চিত্রার কাছে। ইন্টারভিউ দিয়ে ক্যাব চালানোর কাজটা পেয়ে যায়। মাসে পঞ্চাশ হাজার টাকা সে কলকাতা শহরেই রোজগার করে, মায়ের হাতে তুলে দেয় টাকা। জয়তী মায়ের কাছে শিখেছে কাজ ছোট নয়। লড়াই চালিয়ে যেতে হবে প্রতিনিয়ত নিজের অস্তিত্বের জন্য।
Leave a Reply