মনাঈম উদ্দিন সিরাজী,বিশেষ প্রতিনিধিঃ
দেশের চলমান তীব্র তাপদাহ ও গরমে জীবন বিপন্ন হয়ে পড়েছে নিন্ম আয়ের, বিশেষ করে রিক্সা ভ্যান চালকরা ,ঝরছে তাদের ঘাম, শুকিয়ে যাচ্ছে গলা , কোথায় পাচ্ছে না একটু ঠান্ডা পানি বা শরবত।তাই শহরে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করে শহরের রিক্সা ও ভ্যান চালকদের কে এবার ঠান্ডা পানি ও শরবত খাওয়ালো সুনাম অর্জন কারী সেচ্ছাসেবী ভদ্র ঘাট ইউনিয়নের সচিব মোড়ের যুবকেরা।শনিবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্র ঘাট ইউনিয়ন চরদোগাছি সচিব মোড়ে প্রায় শতাধিক রিক্সা চালক ও ভ্যান চালককে ফ্রী ঠান্ডা পানি ও শরবত খাওয়ান জনপ্রিয় এই সেচ্ছাসেবী সংস্থা টি। ঠান্ডা পানি ও শরবত খেতে আশা কয়েকজন রিক্সা চালক বলেন এই তীব্র তাপদাহ ও গরমে আমরা একেবারে নাজেহাল হয়ে পড়েছি গাড়ি নিয়ে রাস্তায় নামতে পারছি না , গাড়ি চালালেও আমরা বেশিক্ষণ রোদে থাকতে থাকতে পারছি না একটুতেই আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে , কোথাও একটু ঠান্ডা পানি বা শরবত খেতে পাচ্ছি না কারন এই গরমের মধ্যে গাড়ি চালিয়ে যা উপার্জন করছি তাতে সংসার চালানো কষ্ট হয়ে পড়েছে তাই আমরা ঠান্ডা পানি বা শরবত কিনে খেতে পারি না।তবে আজকে আমাদের কামারখন্দ উপজেলার ভদ্র ঘাট ইউনিয়নের চরদোগাছি সচিব মোর এলাকার যুবকেরা একটু ঠান্ডা পানি ও শরবত খাওয়ালো তাতে আমরা খুব আনন্দিত একটু হলেও তো আমরা ঠান্ডা পানি ও শরবত খেতে পেলাম, তাই আমরা চাই এই সেচ্ছাসেবী সংস্থা যে তাদের এই কার্য ক্রম সুনামের সাথে পরিচালনা করতে পারে।এ বিষয়ে কামারখন্দ উপজেলার ভদ্র ঘাট ইউনিয়নের চরদোগাছি যুবসমাজের স্বেচ্ছাসেবী এক ভাই মমিন আকন্দ এর সাথে কথা হলে তিনি বলেন
যে গরম পড়তেছে এই গরমে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে,খেটে খাওয়া মানুষের অসহায় হয়ে পড়েছে,বিশেষ করে যারা রিক্সা ভ্যান চালাচ্ছেন তাদের ঘাম ঝরে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে,আমরা চাই যতদিন তীব্র তাপাদাহ আছে সমাজে যারা উচ্চ পর্যায়ে আছেন বা বিভিন্ন সমাজসেবামূলক সংগঠন আছেন সবাই প্রতিনিয়ত সাধারণ মানুষের পথে ঘাটে এরকম ঠান্ডা পানি এর ব্যবস্থা করুক আমরা চেষ্টা করবো এই কাজটি চলমান রাখতে। ঠান্ডা পানি ও শরবত খাওয়ানোর সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব আকন্দ, জাহিদুল ইসলাম আকন্দ , মোঃইয়াকুব আলী, মোঃ সোহেল সরকার,মোঃরন্জু আকন্দ, মোঃ হযরত আলী আকন্দ, মোঃ বাবলু প্রামানিক, মোঃ খলিল আকন্দ সহ আরো অনেকে।
Leave a Reply